এখানে দুইটা বিষয় লক্ষণীয় --

১) ফেইসবুকের ফ্রেন্ড লিস্টে যদি আপনার পরিচিত ফ্রেন্ড 500 ও থাকে,  তাহলে দেখবেন ১৫০ লাইক সহজেই আসবে। পরিচিত বন্ধুদের বেলায় সাধারণত এমন হয়ে থাকে যে, আপনি যেকোনো কিছু পোস্ট করলে তারা আপনার পোস্টে লাইক দিবে। পোস্টটি পড়ুক বা না পড়ু,,  কারণ সে আপনার পরিচিত। 

২) অপরিচিত ফ্রেন্ড কে তো আর লাইক কমেন্ট করতে বাধ্যবাধকতা করা যাবে না।  অপরিচিত ফ্রেন্ড যত বেশিই হোক লাইক তেমন আসবে না। এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন -- আপনার নিউজ ফিডে আসা  বন্ধুদের পোষ্টে বা ছবিতে লাইক কমেন্ট করুন।  খুব সুন্দর করে কমেন্ট করুন যাতে আপনার কমেন্টটি তার মাথায় গেঁথে যায়। 
পরবর্তীতে এমন হবে যে, আপনি যদি কোন কিছু পোস্ট করেন তাহলে আপনার নাম দেখেই সে লাইক কমেন্ট করবে, কারন সেই কমেন্টের মাধ্যমে আপনার নাম তার মস্তিষ্কে গেঁথে গেছে,  ফলে আপনার পোস্টে লাইক দিতে সে কুন্ঠাবোধ করবে না।  সাচ্ছন্দে সে লাইক করবে।  আর ফেসবুকে একটিভ থাকার চেষ্টা করুন।  এই পলিসিটা প্রয়োগ করে দেখতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

আপনার লিষ্টের ফ্রেন্ডগুলা ইনেক্টিভ বা আইডি নষ্ট হয়ে গেছে।
ব্রাউজার ডেক্সটপ মোডে নিয়ে ইনেক্টিভ ও ডিএক্টিভ আইডিগুলা রিমুভ দিন।
তারপর নতুন নতুন একটিভ ফ্রেন্ড এড করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফেসবুকে ভালো ফোটো, ভিডিও, লেখা ছাড়ুন বিষেয় করে বেশি রেজ্যুলেশন আলা ফোটো। আর আপনার ফ্রেন্ডলিস্টের অনএক্টিভ ফেন্ড গুলা অনফ্রেন্ড করুন পরিচিত দের বাদে। আর ফ্রেন্ডের পোক করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ