ফাইলে করে hsc এর রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে দূর্ঘটনাবশত এটি পানিতে পড়ে ভিজে যায়।পরবর্তীতে এটি ফাইল থেকে বের করতে গিয়ে যেখানে এডমিট কার্ড ও সার্টিফিকেট একসাথে স্টেপলার করা থাকে সেখানে একটু ছিঁড়ে ফুটো হয়ে যায়।ওখানে আইকা আঠা লাগিয়ে ছেড়া অংশ আটকিয়ে দিয়েছি । এতে কি কোনো সমস্যা হতে পারে? (পুরো কার্ডটি আবার আগের মতোই হয়ে গেছে)
Share with your friends

Call

যদি কার্ডটির মূল অংশ বা মূল লেখা গুলির জায়গাটুকু ছিড়ে যায়,তাহলে সমস্যা হবে।আর তা যদি ভালোভাবে বুঝা যায়,তাহলে কোনো প্রকার সমস্যা হবে না।আর আপনি যেহেতু আঠা দিয়ে পুনরায় আগের মতো করে দিয়েছেন,তাহলে আর কোনো সমস্যা হবে না,আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।

Talk Doctor Online in Bissoy App