Rubidium

Call

হেপাটাইটিস হলো লিভরের রোগ।যা হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে হয়ে থাকে।এটি হলে উচচ ক্ষমতার ওষুধ ছাড়া কোন উপায় নেই।আপনি হেপাটোলজিস্ট বা লিভারের ডাক্তার দেখান।আর হেপাটাইটিসের ভ্যাকসিন দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটি সাধারনত ভাইরাস জনিত লিভারের প্রদাহ। হেপাটাইটিস অনেক কারণে হতে পারে, তবে ভাইরাসজনিত সংক্রমণই অধিকাংশ ক্ষেত্রে দায়ী। পরামর্শ ও চিকিৎসাঃ রোগীকে বিশ্রাম দিতে হবে। রোগীকে তার রুচি মত খাবার দিতে হবে। খোলা খাবার খাবেন না। যত্রত্র পানি পান করবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। সিরোসিস হয়ে গেলে লবণ কম খেতে হবে। ঔষধঃ হামদর্দ ডাক্তারের পরামর্শ মতে সেবন করুন ক্যাপসুল লিভেক-১ ক্যাপসুল দিনে ৩ বার সেব্য। সিরাপ রোহিতকারিষ্ট-২-৪ চা চামচ দিনে ২-৩ বার সেব্য। সিরাপ ইকটার্ন-২-৩ চা চামচ দিনে ২ বার সেব্য। আর দ্রুত একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ