শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

চোখে জীবাণুর আক্রমণে যে অবস্হার সৃষ্টি হয় তাই চোখ উঠা।আসলে এর প্রভাবে চোখ ফুলে ওঠে,চোখ লাল হয়ে ওঠে ও চুলকায়।এটি একজনের হলে আরেকজনের যে হবে তা কিছু বিষয়ের ওপর নির্ভর করে।একজন এফসিপিএস ডাক্তার বলেছিল আমাকে যে আপনার ধরুন চোখ উঠল।আপনি হাত দিয়ে চোখ স্পর্শ করলেন।এরপর ঐ হাত কোথাও স্পর্শ করলেন।সেই জায়গায় আরেকজন স্পর্শ করল তারপর সেই হাত চোখে দিল তখন তার নিশ্চিত চোখ উঠবে।এটা ব্যতিত কোনক্রমেই এটি ছড়াবেনা।তাই চোখ ওঠা নিয়ে যা বলা হয় তা নিতান্তই ভ্রান্ত ধারণা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ