Call

বিয়েতে ছেলে পক্ষের দেয়া গহনার সাথে দেনমোহরের কোন সম্পর্ক নেই। তবে যদি উল্লেখ হয় এই গহনাই দেনমোহর তাহলে ভিন্ন কথা। উদাহরণঃ যদি কারো দেনমোহর হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে এই পঞ্চাশ হাজার টাকার সম-মূল্যে গহনা দিলে দেনমোহর আদায় হয়ে যাবে। ইসলামী পরিভাষায়ঃ সম্ভোগের বিনিময় স্বরূপ যে অর্থ স্বামীর পক্ষ থেকে স্ত্রী বিবাহের সময় লাভ করে কিংবা তা আদায়ের প্রতিশ্রুতি পায়, তাকে শরিয়তের পরিভাষায় মোহর বলে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্বীয় অর্থের বিনিময়ে তাদেরকে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমরা উপভোগ করবে তাদেরকে নির্ধারিত মোহর অর্পন করবে। (সুরা নিসাঃ ২৪) তিনি অন্যত্র বলেন, এবং তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্টমনে দিয়ে দাও। অতঃপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয়, তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ কর। (সুরা নিসাঃ ৪) আর প্রিয় নবী (সাঃ) বলেন, সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত যা পূরণ করা জরুরী, তা হল সেই বস্তু যার দ্বারা তোমরা (স্ত্রীদের) গুপ্তাঙ্গ হালাল করে থাক। সুতরাং স্ত্রীকে তার ঐ প্রদেয় মোহর প্রদান করা ফরয। জমি, জায়গা, অর্থ, অলংকার, কাপড়-চোপড় ইত্যাদি দিয়ে মোহর দেওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ