Call

হ্যাঁ, "আরহাম" (اَرْحَام)  শব্দটি রেহেম (رِحْم/رَحِم) শব্দের বহুবচন। যার অর্থ হল - জরায়ু, গর্ভ বা গর্ভাশয়। এটির সাথে আল্লাহর নামের কোন সম্পর্ক নেই। এই নামটি আপনি রাখতে পারেন, তবে না রাখাই শ্রেয় হবে। আপনি যদি আল্লাহর নামের সাথে সম্পৃক্ত রেখে নাম রাখতে চান, "আব্দুর রহীম" নামটি রাখতে পারেন। এ নামটির সাথে আল্লাহর নামের সম্পর্ক রয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ