Call

সাধারণত পেট ব্যথার কারণ হল এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো পিত্তথলিতে পাথর হলে, কারো কিডনিতে পাথর হলে কিংবা অ্যাপেনডিসাইটিসের ব্যথা হলেও পেটে ব্যথা হতে পারে। কারো কারো মূত্রনালি বা মূত্রাশয়ে সংক্রমণ হলে পেটে ব্যথা হতে পারে।

ব্যথাটি যদি তীব্র না হয়, হঠাৎ করে ব্যথাটি শুরু না হয়, ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে যদি ব্যথাটা কমে যায়, বমি, জ্বর, পাতলা পায়খানা, শরীর ঘামা- এসব সমস্যা যদি না হয়, তাহলে এটি নিরাময়ের জন্য ওষুধ খেয়ে অপেক্ষা করতে পারে।

যদি আপনি গ্যাসের কারণে পেটে ব্যথা মনে করেন এবং এর সাথে অন্যান্য ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো প্রকাশ না হয়, তাহলে গ্যাসের ওষুধ এবং সিরাপ সেবন করতে পারেন। ব্যথা কমানোর জন্য অনেক ওষুধ আছে, সেগুলোও সেবন করতে পারেন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।

তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে, আপনার ঝুঁকির বিষয়গুলো হয়নি। বয়স কত, হঠাৎ করে সমস্যা হয়েছে কি না, বমি হয়েছে কি না, জ্বর এসছে কি না-এই বিষয়গুলো সাথে না থাকলে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে চিকিৎসা করলেই হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ