শরিয়তের দলিলসহ বলবেন৷
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুখে উচ্চারণ না করে শুধু সাক্ষীদের উপস্থিতিতে কাবিনভনামায় স্বাক্ষর করলে বিয়ে হবে না বিবাহ সংঘটিত হওয়ার জন্য দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন পুরুষ ও দুজন নারীর সামনে মৌখিকভাবে ইজাব-কবুল করা শর্ত। মৌখিকভাবে ইজাব-কবুল না করে শুধু লিখিতভাবে ইজাব-কবুল করলে বিবাহ সংঘটিত হয় না। তাই শুধু কাবিন নামায় স্বাক্ষরের দ্বারা কারো বিবাহ সহীহ হবেনা। কেউ সহীহ ভাবে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ করতে হবে। সুতরাং ইজাব ও কবুল হচ্ছে, বিয়ের রুকন। যা ছাড়া বিবাহ সংঘটিত হয় না। আর মুখে ইজাব কবুল না করে শুধু কাবিন নামায় সাইন করা দ্বারা ইজাব- কবুল হয় না। (খুলাসাতুল ফাতাওয়াঃ ২/৪৮, জাদীদ ফিক্বহী মাসায়েলঃ ১/২৮৭-২৮৮; দুরারুল হুককাম ফী শরহি গুরারিল আহকামঃ ১/৩২৭; আদ্দুররুল মুখতারঃ ৩/১২; ফাতাওয়া হিন্দিয়াঃ ১/২৭০, ১/২৮০; আলবাহরুর রায়েকঃ ৩/১০৬; তাবয়ীনুল হাকায়েকঃ ২/৪৮৫)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ