এগুলো আসলে  রকেট নয়। এগুলো যাত্রীবাহী বিমান অথবা জেট বিমান।

Aviaticus cloud

          A340-313X.jpg 


এ বিমানগুলো অনেক উঁচু দিয়ে যায় বলে সেগুলোর পিছন দিয়ে প্রচণ্ড বেগে নির্গত অক্সিজেন গ্যাস ধোঁয়ার আকারে বা জমাটবদ্ধ দেখা যায়, এতে মনে হয় যেন লম্বা দীর্ঘ আকৃতির কিছু একটা যাচ্ছে। এটাকে মূলত সবাই রকেট বললেও মূলত এটি একটি বিমান।লক্ষ করলে দেখা যাবে সামনে দুই পাশে বিমানের মত ডানা আছে। আর পিছনে সব অক্সিজেন বা অন্য কোন গ্যাস যা কিছুক্ষণ পরে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় বা বায়ুতে মিশে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ