Call

রাসূলুল্লাহ (সাঃ) বলেন তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাক। তার মধ্যে অন্যতম আল্লাহর সঙ্গে শরীক করা। আবূ হুরাইরা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহর সঙ্গে শরীক করা। (২) যাদু। (৩) আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা। (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাবা সতী-সাধ্বী মু’মিনাদের অপবাদ দেয়া। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ২৭৬৬ মুসলিমঃ ৮৯, আধুনিক প্রকাশনীঃ ২৫৬৩, ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৭৫ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল্লাহর সাথে শরীক করা ধ্বংসাত্মক সাতটি কাজের অন্যতম একটি৷

হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সঃ) বলেছেন, ‘তোমরা সাত প্রকার ধ্বংসাত্মক কর্ম থেকে দূরে থাক।’ লোকেরা বলল, হে আল্লাহর রসূল! সেগুলো কী কী? তিনি বললেন,

(১) আল্লাহর সাথে শিরক করা।

(২) যাদু করা।

(৩) অন্যায়ভাবে এমন জীবন হত্যা করা, যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন।

(৪) সূদ খাওয়া।

(৫) এতীমের ধন-সম্পদ ভক্ষণ করা।

(৬) ধর্মযুদ্ধ কালীন সময়ে (রণক্ষেত্র) থেকে পৃষ্ঠ প্রদর্শন ক’রে পলায়ন করা।

(৭) সতী-সাধ্বী উদাসীনা মু’মিন নারীদের চরিত্রে মিথ্যা কলঙ্ক আরোপ করা। (জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৬২২, হাদিসের মানঃ সহিহ হাদিস)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ