শেয়ার করুন বন্ধুর সাথে

মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মূল পার্থক্য হলো মাইটোসিস ঘটে দেহকোষে এবং মিয়োসিস ঘটে জনন কোষে।

নিম্নে তাদের পার্থক্যের তালিকা দেয়া হল

মাইটোসিস

১. নিউক্লিয়াস একবার ও ক্রোমোজোম একবার বিভাজত হয়।

২. দেহ কোষে ঘটে থাকে।

৩. একটি কোষ থেকে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা দুটি।

মিয়োসিস

১. নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়।

২. জনন মাতৃকোষে ঘটে থাকে।

৩. একটি কোষ থেকে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা চারটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিচে ছবি সহকারে পার্থক্যগুলো দিলাম:

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ