শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিড়ালের উচ্ছিষ্ট পাক কিন্তু তা খাওয়া, ব্যবহার করা মাকরূহ। উক্ত খাবার রুচি হলে খাওয়া যাবে। তবে রুচি না হলে খাবে না। বিড়ালের উচ্ছিষ্ট সম্পর্কে আবদুল্লাহ্ ইবনু মাসলামা, দাউদ ইবনু সালেহ্ ইবনু দ্বীনার আত-তাম্মার হতে তার মাতার সূত্রে বর্ণিত। একদা তার মনিব তাকে আয়িশা (রাঃ) এর নিকট –“হারিসাহ”-সহ প্রেরণ করেন। অতঃপর আমি তার নিকট পৌছে দেখতে পাই যে, তিনি নামাজ রত আছেন। তিনি আমাকে (হারিসার পাত্রটি) রাখার জন্য ইশারা করলেন। ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেললো . আয়িশা (রাঃ) নামাজ শেষে বিড়ালটি যে স্হান হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ বিড়াল অপবিত্র নয়। এরা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে। অতঃপর+ আয়িশা (রাঃ) আরো বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু/অযু করতে দেখেছি। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৭৬ মিশকাতঃ ৪৮৩ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ