Call

যাক্কুম নামক এক ধরনের ফল যা তাদের জন্য নিষিদ্ধ ছিল।কিন্তু শয়তানের প্ররোচনায় পরে তারা ঐ ফল ভক্ষণ করে অতঃপর তারা জান্নাত থেকে বিতারিত হন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রচলিত ধারণামতে, আদম ও হওয়া (আঃ) গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত হতে বিতাড়িত হয়েছিলেন । গন্ধম ফার্সি শব্দ । পবিত্র কুরআন ও হাদীস শরীফে গন্ধম শব্দটি ব্যবহৃত হয়নি । বরং পবিত্র কুরআনে ‘শাজারাত’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ বৃক্ষ । কিন্তু ফলের নাম উল্লেখ হয়নি । পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, আমি বললাম, হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেথা ইচ্ছা আহার কর, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে । (সূরা- বাকারা, আয়াতঃ ৩৫) । পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, অতঃপর তাদের লজ্জাস্থান, যা গোপন রাখা হয়েছিল, তা প্রকাশ করার জন্য; শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী (বাসিন্দা) হও, এ জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে নিষেধ করেছেন । (সূরা আরাফ, আয়াতঃ ২০) । অন্যত্র আল্লাহ এরশাদ করেন, এভাবে যে তাদেরকে প্রবঞ্চিত করল, তৎপর যখন তারা সে বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল, তখন তাদের প্রতিপালক তাদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের এ বৃক্ষ সম্বন্ধে সাবধান করিনি এবং শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি তা তোমাদেরকে বলিনি? (সূরা- আরাফ, আয়াতঃ ২২) । অন্যত্র আল্লাহ এরশাদ করেন, আর স্মরণ করুন, যখন আমি আপনাকে বলেছিলাম যে, নিশ্চয় আপনার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন । আর আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত গাছটিও শুধু মানুষের জন্য ফিতনাস্বরূপ নির্ধারণ করেছি । আর আমি তাদেরকে ভয় দেখাই, কিন্তু এটা তাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি করে । (ইসরাঈলঃ ৬০) যেমন অন্য সূরায় বলা হয়েছে, নিশ্চয় যাক্কুম গাছ হবে, পাপীর খাদ্য । (সূরা আদ-দোখানঃ ৪৪) এখানেও যাক্কুম বলতে বৃক্ষকে বুঝানো হয়েছে। এ সকল আপ্যায়ন উত্তম, নাকি যাক্কুম গাছ ? আমি তা সৃষ্টি করেছি জালিমদের জন্য শাস্তিস্বরূপ । এটি এমন বৃক্ষ, যা উৎপন্ন হয় দোযখের তলদেশ থেকে । (সূরা সাফফাতঃ ৬২-৬৪) জনাব! আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কথা আদম এবং হাওয়া (আঃ) ‘গন্দম’ গাছের ফল খেয়েছিলেন। কথাটি পুরোপুরি সত্যি নয়। কুরআন কিংবা সহীহ হাদিসের কোথাও এই গন্দম নামক ফল বা গাছের কথা উল্লেখ নেই। মূলকথা, আদম ও হাওয়া (আঃ) কে আল্লাহ বিশেষ একটি গাছের নিকটবর্তী হতে নিষেধ করেন । পরবর্তীতে তারা শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের নিকটবর্তী হয়েছিলেন এবং সেই গাছের ফল খেয়েছিলেন । তবে কী ছিল সেই ফল কিংবা গাছটির নাম এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কিছুই বলেননি আমাদেরকে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ