Call

জ্বীন জাতি মানুষের ন্যায় আল্লাহ সৃষ্ট অপর আরেকটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের তথা হযরত আদম (আঃ)-এর (২,০০০ বছর) আগের থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। তাদের আদি-পিতার নাম হলোঃ "আবুল জিন্নাত সামুম"। যাকে ধোয়াবিহীন আগুনের শিখা থেকে তৈরী করা হয়। আর, জ্বীন জাতির কোনো আদি-মাতা ছিল না। আল্লাহ তায়ালা সামুমকে সৃষ্টি করার পর জিজ্ঞাস করলেন তোমার চাওয়া বা কামনা কী? তখন সামুম বললেন আমার চাওয়া ২ টি।

১) আমরা সবাইকে দেখবো, কিন্তু আমার জাতিকে যেনো কেউ দেখতে না পায়। 

২) মৃত্যুর পূর্বে আমরা যেনো যুবক রূপ ফিরে পাই।

অতঃপর, মহান আল্লাহ তায়ালা তাঁর দোয়া কবুল করেন ও তাদের সেই ক্ষমতা প্রদান করেন।

তাফসীরে জালালাইনের সম্মানিত লেখক আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রঃ) জ্বীন জাতিকে নিয়ে উনার লেখা "লাক্বতুল মারজ্বানি ফী আহকামিল জ্বান্ন" নামক আরবী গ্রন্থের বাংলা অনুবাদ "জ্বীন জ্বাতির বিস্ময়কর ইতিহাস" বইটি অনেক কিছু সহীহ হাদীস থেকে মদীনা পাবলিকেশন্সের দ্বারা প্রকাশিত হয়েছে। সেটি পড়লে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ