ATP হচ্ছে  অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটি মানব দেহের শক্তি সংরক্ষণের একক হিসেবে কাজ করে। এটি শক্তি জমা করে রাখে ও প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। মানবদেহে যখন শক্তির প্রয়োজন হয়, তখন এটি ভেঙে ADP ও শক্তি উৎপন্ন হয়।  ATP = ADP + অজৈব ফসফেট+শক্তি।

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

atp এর পূর্ণ নাম এডিনোসিন ট্রাই ফসফেট। অর্থাৎ খাদ্য থেকে শক্তি হিসাবে কিছু ফসফেট যৌগ সৃষ্টি করে। শক্তি ধারন কারী এই যৌগ গুলো এটিপি হিসাবে পরিচিত। যখন দেহে শক্তি দরকার হয় তখন যৌগ গুলোর ফসফেট বন্ধন ভেঙ্গে যায়। আমরা জানি বন্ধন ভাংলে শক্তি নির্গত হয় আর গড়তে শক্তি শোষিত হয়।  এই ফসফেট গামা এবং বিটা বন্ধনই কেবল ভাংগে। যেমন ক্যাপ্রায়িক এসিডের বিটা জারন। এ প্রক্রিয়ায় ক্যাপ্রায়িক এসিড ভেংগে শক্তি ও কার্বনডাইঅক্সাইড সৃষ্টি করে। এটি মাইটোকন্ড্রিয়া তে ঘটে।

Talk Doctor Online in Bissoy App