শেয়ার করুন বন্ধুর সাথে

জারিত হওয়া মানে ধনাত্নক চার্জের সংখ্যা বৃদ্ধি। 


কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্নক চার্জে পরিণত হয়৷ এর মাধ্যমে মৌলটি জারিত হয়৷

যেমনঃ Na - e → Na+

এখানে Na একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। তাই এটি জারিত হয়েছে বলা যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ