কম্পিউটার ব্যবহার করা হয়? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Computer ইংরেজি শব্দ। গ্রীক শব্দ Compute থেকে এই শব্দটি এসেছে। Compute শব্দের অর্থ গণনা করা। অর্থাৎ Computer হলো গণনাকারী যন্ত্র। অন্য কথায় বলা যায়, ”কম্পিউটার একটি ইলেকট্রিনিক যন্ত্র যাতে ডেটা বা নির্দেশিত ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, ইনপুট হিসাবে প্রাপ্ত ডেটাকে প্রসেস করার ব্যবস্থা থাকে, প্রসেস করার পর প্রাপ্ত ফলাফল প্রদর্শনের ব্যবস্থা থাকে। ব্যবহারঃ ১।GIS প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। ২।শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ক্লাস নিতে কম্পিউটার ব্যবহার করা হয়। ৩।দ্রুত ও নির্ভুলভাবে কিছু লেখার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। ৪।বিভিন্ন অফিস আদালতের Bank Loan,Salary Sheet হিসাব করতে কম্পিউটার ব্যবহার করা হয়। ৫।একাধিক ব্যক্তির ডাটা এন্ট্রি করতে কম্পিউটার ব্যবহার করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ