শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পনস হলো লঘু মস্তিষ্কের সামনে ও নিচের অবস্থিত অংশ।এটা সেরিবেলাম,মেডুলা ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে।মূলত মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়সাধন করা হল পনস এর প্রধান কাজ।তাই একে মস্তিষ্কের যোজক বলা হয়।দেহের দু পাশের পেশির কর্মকান্ড সমন্বয় করে।স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।এখান থেকে সৃষ্ট পঞ্চম থেকে অষ্টম করোটিক স্নায়ু দেহের নানাবিধ কাজ সম্পন্ন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ