প্রশ্নের সঠিক উত্তরটি যদি উল্লেখিত অপশনে দেয়া না থাকে, তাহলে পরবর্তীতে পরীক্ষকগণ সর্বসম্মতিক্রমে প্রশ্নটি "বাতিল" বলে ঘোষণা করেন। ফলে সবাই কে প্রশ্নটির নম্বর দিয়ে দেয়া হয়, যদি সে প্রশ্নটির উত্তর প্রদান করে থাকে। তবে এমনও হয়ে থাকে "" বাতিল কৃত"" প্রশ্নটির কোনো নম্বর কাউকেই দেয়া হয় না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ