জ্বী।আপনি নীল কালি দিয়ে নিচে আন্ডার লাইন করতে পারবেন।এতে আপনার লিখাটা শিক্ষকের চোখে পড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জ্বি যাবে। নীল কালি দিয়ে আন্ডার লাইন করার ফলে যিনি খাতা দেখবেন তার কাছে খাতা দেখা সহজ হবে। নীল কালি দিয়ে আন্ডার করার জন্য খাতা টা মার্জিত হিবে। আমি নিজেও এই রকম করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

পাবলিক পরীক্ষায় কালো ছাড়া অন্যকোন রঙের কালি ব্যবহার করা উচিত নয়।

আপনি শিরোনাম দিয়ে তার নিচে কালো কলম দিয়েই দুটো দাগ টেনে নিন... যথেষ্ট।

এসব আসলে কোনো ফ্যাক্টর না, শুধুই সময় নষ্ট করার ধান্ধা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

না যাবেনা, সাদা পাতায় শুধু কালো কলমের দাগ ছাড়া অন্যান্য কোন কলমের দাগ দিয়ে লেখা যাবেনা। সেটা নিষিদ্ধ। কালো দাগের কলম দিয়ে আপনাকে লেখতে হবে।এই নিয়মটা শুধু পরীক্ষায়, এছাড়াও ক্লাসে যদি নীল অথবা নাল কলম দিয়ে হঠাৎ লেখেন তাহলে স্যারকে বুঝিয়ে বললে তেমনকিছু বলবেনা।

তবে বারণ করবে আর না লেখতে পরবর্তী সময়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ