আমার জানামতে  আপনার ঐ নৈর্ব্যক্তিক  রেজাল্ট নাও আসতে পারে...

Talk Doctor Online in Bissoy App
ArfanAli

Call

MCQ পত্রে সেট কোডটাই মূল। সেট কোড না লিখলে কোন সেটের সাপক্ষে আপনার উত্তর মূল্যায় করবে? এই গুরুত্বপূর্ণ বিষয়ে খামখেয়ালিপনা মানায় না। এছাড়া শিক্ষকরাও আপনার চেয়ে কম দোষী নন। তারা সবকিছু না যাচাই করে কীভাবে স্বাক্ষর করলো তাই ভাবছি। শিক্ষকদের তুলনায় ভুলের পরিমাণ আপনারই বেশি। এ ব্যাপারে আপনাকেই সচেতন থাকতে হত। সেট কোড না দাগালে রেজাল্ট পাশ আসবে না। এই সব চিন্তা না করে বাকি পরীক্ষাগুলো দিন। ফেল করলে পরবর্তী বছরে এই পরীক্ষাটা পুনরায় দিয়ে দিবেন।

Talk Doctor Online in Bissoy App
Tahsin Noor

Call

সেট কোড এ ভুল করাটাই কাল হয়েছে আপনার,কিন্তু শিক্ষক পরবর্তী ত তা আবার চেক করলে,তখন তিনি অন্য খাতার সেটগুলো দেখে আপনারটা বসিয়ে দিতে পারেন,তবে এটা করবে কিনা তা ওই গার্ডের অপর নির্ভর করে

Talk Doctor Online in Bissoy App