বিষয়টি কলেজের অধ্যক্ষকে দ্রূত জানান।

mcq প্রশ্নপত্র বর্তমানে কম্পিউটারে দেখা হয়।

অতএব কোড না লিখলে আপনার রেজাল্ট

নাও আসতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Call

সেট কোড না লিখলে রেজাল্ট আসবে না|অর্থাৎ পরীক্ষার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে|যদি এমন ভুল কাজ হয়ে যায়,তবে যথা সময়ে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে হবে|পরীক্ষার খাতা কেন্দ্র হতে যাওয়ার আগেই কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে হবে|পরীক্ষার খাতা কেন্দ্র থেকে চলে গেলে আর কোন হাত থাকবে না|বিঃ দ্রঃ পরীক্ষার খাতা সাধারনত বিকাল ৪ টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে থাকে|

Talk Doctor Online in Bissoy App

পরিক্ষায় MCQ তে সেট কোড পূরণ না করলে উক্ত উত্তর পত্রটি বাতিলের সম্ভবনা বেশী থাকে।আবার সেট কোড পূরণ না করার কারণে আপনার উত্তর পত্রটি যেকোনো সেটের সাথে মিলিয়ে দেখা হতে পারে।আর আপনার মূল সেট কোডের সাথে যদি সেই সেট কোডের মিল না থাকে তাহলে একাধিক ভূল হওয়ার সম্ভবনা থাকবে।

Talk Doctor Online in Bissoy App

S S C বা H S C হোক না কেনো আপনি যদি Mcq সেড কোড পূরন না করো । তাহলে আপনাকে ফেল হিসবে গণো করা হবে ।কারন যে স্যার আপনার খাতা দেখবে ।সে স্যার তো জানে না আপনি কোন সেডের প্রশ্ন পূরন করছেন ।তাই আপনি ফেল করবেন ।

Talk Doctor Online in Bissoy App

ফেইল হওয়ার সম্ভবনা বেশি

Talk Doctor Online in Bissoy App