Manik Raj

Call

আপনাকে উক্ত সাবজেক্টে উত্তীর্ণ হতে হলে ,মানে বাংলা সাবজেক্টের ৩০ টা নৈর্ব্যক্তিকের মধ্যে সঠিক ১০ টা নৈর্ব্যক্তিক হতেই হবে।আর আপনি যেখানে বলছেন ৩০ টা নৈর্ব্যক্তিকের মধ্যে আপনার সঠিক হয়েছে মাত্র ৮ টা। সুতরাং সেখানে উত্তীর্ণ হওয়ার চেয়ে অনুত্তীর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি দেখাচ্ছে। এই কারণেই যে নৈর্ব্যক্তিকগুলো কম্পিউটারের দ্বারায় দেখা হবে আপনার যেগুলো সঠিক হবে সেগুলোর নাম্বারেই মাত্র পাবেন। সেখানে এক নাম্বারও বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। তবে,যারা রেজাল্ট তৈরি করেন তাঁরা চাইনা কোনো ছাত্র ১-২ নাম্বারের জন্য অনুত্তীর্ণ হোক,তাঁরা চেষ্টা করেন ১ বা ২ নাম্বারের জন্য যেগুলো ছাত্র অনুত্তীর্ণ হবে অবশিষ্ট আরো ১-২ নাম্বার যুক্ত করে উত্তীর্ণ করানোর জন্য।

Talk Doctor Online in Bissoy App