শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সংক্রমণ  হল কোন জীবের দেহকোষে রোগ সৃষ্টিকারী এজেন্টের অনুপ্রবেশ,আক্রমণ,সংখ্যা বৃদ্ধি, আশ্রয়দাতার টিস্যুর সাথে সংঘটিত বিক্রিয়া এবং এর ফলে উৎপন্ন বিষক্রিয়া।ইংরেজি তে একে ইনফেকশন বলে।কিছু রোগ আছে যেগুলো একজন থেকে অন্যজনে ছড়ায়। এসব রোগের জীবাণু রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় বলে এগুলোকে সংক্রামক রোগ বলে। যেমন: জন্ডিস, সোয়াইন ফ্লু, হাম, পাঁচড়া ইত্যাদি।মূলত বিভিন্ন সংক্রামক এজেন্ট দ্বারা জীবদেহ সংক্রমিত  হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ