Call

তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছ CSE এর পড়াশুনা সম্বন্ধে & CSE এর ভবিষ্যৎ কি??? মূলত সে সব আগ্রহী সহ B unit এ ভর্তিইচ্ছুক সকলের জন্যই এই post... CSE মানে Computer Science & Engineering । Computer Science অর্থাৎ কম্পিউটার বিজ্ঞান নিয়ে এই বিষয় টা তে আলোচনা করা হয়। কম্পিউটার বিজ্ঞান বলতে কিন্তু আমাদের চোখের সামনে Monitor, Mouse, Keyboard, CPU, RAM or Laptop etc etc hardware বানানো শিখানো বা এগুলা মেরামত করা শিখানো হবে না... (এটা EEE দের অংশ)। কম্পিউটার বিজ্ঞান বলতে এখানে আমাদের কিভাবে Computer এর বিভিন্ন program কাজ করে। কিভাবে এই program গুলো বানাতে হয়। কিভাবে software বানানো যায় তা শিখানো হয় । আর এই জন্য শিখানো হয় বিভিন্ন programming language... এখন প্রশ্ন করতে পারো programming language কি?? এটা class শুরুর পরেই নাহলে জানলে। শুধু এইটুকু বলি এইসব language মানুষের ভাষা ও ইচ্ছা কে computer এর ভাষা তে পরিনত করে software, apps, game etc etc এর রুপ দান করে... যদি প্রশ্ন করো কি কি programming language & course subject পড়ানো হবে?? তাহলে বলি... প্রথমেই পড়ানো হবে C programming. এটা CSE, TEE, EEE, সহ ইঞ্জিনিয়ারিং সকল subject ও science এর applied subject গুলোতে পড়ানো হয়। তাহলে তো সবাই এখন বলবা CSE পড়ে তাহলে কি লাভ? আরে wait এখনো শেষ হয়নি তো... CSE তে আরো যা পড়ানো হবে সেগুলো হলো... Object Oriented Programming C++, C#, JAVA Algorithm Data Structure Numerical Method Discrete Mathematics Digital Logic Design Software Engineering Operating System Computer Architecture Artificial Intelligence Compiler Graphics Design Data Distributed System Networking এছাড়াও non departmental subject হিসাবে Physics, Math, English, EEE, TEE, Mechanical Engineering, Engineering Drawing, Sociology, Economics, Management, Marketing etc etc etc এগুলা তো থাকছেই... এখন কথা হলো কি হওয়া যাবে CSE পড়ে? তুমি Programmer, Software Engineer, Software Developer, Graphics Designer, Web Developer, Apps Developer, Networking সহ আরো অনেক sector আছে তার যেকোনো sector এই যেতে পারো তুমি। তবে প্রথমেই তোমাকে বেছে নিতে হবে কোন দিকে যেতে চাও... আর হ্যাঁ CSE তে পড়তে হলে অবশ্যই তোমাকে পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে। মস্তিস্ক হতে হবে চিন্তাশীল... Angry Bird, Floppy Bird এর মত game বা apps বানিয়ে দুনিয়া কাঁপিয়ে দেওয়ার ইচ্ছা টা থাকতে হবে তোমার ভেতরে। এইতো সেদিন দেখলাম department এর দুইটা বড়ভাই faculty এর corridor এর মেঝে তে বসে ল্যাপটপ টা সামনে নিয়ে কি যেন সব কাজ করছে। তারা কিন্তু ঠিকই National IT fair এ প্রথমস্থান অধিকার করে নিজেদের সফলতা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ এমনি পরিশ্রমী হতে হবে। আর যেখানে সেখানে যখন তখন ল্যাপটপ নিয়ে কাজ করার আগ্রহ টা থাকতে হবে তোমার মাঝে। তোমার একটা computer আর একটা modem থাকা লাগবে তবে সেটা facebook use এর জন্য না। তোমাকে যখন তখন সেগুলো পড়াশুনার জন্য কাজে লাগাতে হবে... তাহলেই তুমি পারবে... আর Job Sector এর কথা নাই বা বললাম... শুধু একবার ভাবো কেন সবাই এই subject টার পিছনে ছুটছে? কেন সব varsity তে CSE আছে? নিশ্চয়ই demand বেশি বলে... HSTU এর CSE ২০০৪ এ খোলা হয়েছে। আর faculty এর সবথেকে পুরানো subject বলে lab, teacher, class room সহ সকল প্রকার প্রতিকুলতা কাটিয়ে এটা Campus এর অন্যতম Top Subject….

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ