গঠন ও তাপীয় বৈশিষ্ট্য এর দিক দিয়ে প্লাস্টিক দুই প্রকার। ১। থার্মোপ্লাস্টিক, ২। থার্মোসেটিং প্লাস্টিক।  যে প্লাস্টিক নমনীয়, সহজে বাকানো,সম্প্রসারিত করা যায় গলানো তাকে থার্মোপ্লাস্টিক বলে। এ প্লাস্টিকে কার্বন কার্বন লম্বালম্বি শক্তিশালী বন্ধন থাকলেও আড়াআড়ি বন্ধন দুর্বল থাকে। যেমনঃ পলিথিন, পিভিসি,সাধারণ প্লাস্টিক ইত্যাদি। দ্বিতীয় প্লাস্টিক  বা থার্মোসেটিং প্লাস্টিক পুর্বেরটার চেয়ে কম নমনীয়। এপ্লাস্টিক উভয় দিক থেকে C=C and H-H বন্ধন শক্তিশালী থাকে। তাপ প্রয়োগে এগুলো কয়লায় রুপান্তরিত হয়ে যায়। একে একবারআত্র গলানো বা আকার দেওয়া যায়/ ওয়ান টাইম ইউজ!!! উদাহরণ ঃ  ব্যাকেলাইট,ফাইবার গ্লাস(গাড়ির কাচের মত প্লাস্টিক), কৃত্রিম রেজিন ইত্যাদি। (সুত্রঃ রসায়ন বই,নবম দশম শ্রেণি, একাদশ অধ্যায়, ব্যবহারের দিক দিয়ে প্লাস্টিকের প্রকারভেদ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ