শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সিগনাল হল "বার্তা"। মস্তিষ্কের স্নায়ুকোষ গুলি বৈদ্যুতিক সংকেতের আকারে অনুভূতি পরিবহন করতে পারে। এদের দুই প্রান্তে যে শাখাপ্রশাখার মত প্রবর্ধক থাকে তারা হল ডেন্ড্রাইট, আর মূল তন্তুর মত অংশের নাম অ্যাক্সন। ডেন্ড্রাইট হল সংকেতগ্রাহক অ্যান্টেনার মত, যা অন্য নিউরন থেকে সংকেত গ্রহণ করে। অ্যাক্সন সেই সংকেত পরিবহন করে অপরপ্রান্তের ডেন্ড্রাইটে নিয়ে যায়। এভাবেই একসময় মস্তিষ্ক থেকে দেহের সকল অঙ্গ এর মত সংকেত/সিগনাল/বার্তা পেশিতে আসে এবং আমরা বুঝতে পারি আমার কর্তব্য কি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ