শেয়ার করুন বন্ধুর সাথে

ফেইসবুকের পেইজ কি? ফেইসবুক পেইজ এমন এক মাধ্যম।এর মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কোম্পানী,সেলিব্রেটি তাদের নিজেদের পোষ্ট করে।এটা হয় ফেসবুকে বন্ধুবান্ধব ছাড়া।যারা আপনার পেইজে লাইক ফলো করবে।তাদের কাছে আপনার পেইজের পোষ্ট আপডেট যাবে।অর্থাৎ আপনার ফেসবুক পেইজ হল বন্ধু বান্ধব ছাড়াও অন্য এক মাধ্যম। ফেইসবুক গ্রুপ কি? গ্রুপ বলতে আমরা সবাই মোটামুটি কিছুনা কিছু জানি।দলগত ভাবে একসাথে কাজ করার নামই গ্রুপ।এটা অনেকটাই এইরকম।এখানে যদি আপনি জয়েন করেন তবে আপনি পোষ্ট করতে পারবেন।আর গ্রুপ হল ফেইসবুকের বন্ধুদের ছাড়া অন্য জগৎ।গ্রুপে যদি আপনি কিছু লেখেন তবে সেই গ্রুপের যত সদস্য আছে সবাই আপনার পোষ্ট দেখতে।সেখানে লাইক কমেন্ট করতে পারবে।আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ