RushaIslam

Call

সাধারণত সমস্যাটি বদহজম,ডিসেন্ট্রি, কিডনিতে সমস্যা, মহিলাদের জরায়ু, ওভারিতে সমস্যা ইত্যাদি কারণে হতে পারে। প্রথমেই উচিৎ রোগ শনাক্ত করা তারপরে চিকিৎসা নেয়া। রোগ কি সেটা জেনেই তারপর প্রতিকার বা প্রতিরোধ লেখা হয়।  যদি বদহজম বা গ্যাস্ট্রিক থেকে সমস্যা হয় তাহলে গ্যাস্ট্রিক এর ট্যাবলেট খাওয়া যেতে পারে। প্রতিদিন এককাপ করে টক দই খাওয়া যেতে পারে। ভাজাপোড়া এড়িয়ে চলতে হবে।  বারবার সমস্যা গুলি দেখা দিলে চিকিৎসক এর পরামর্শ নিয়ে রোগ শনাক্ত করাই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ