bissoyjoy

Call

হতে পারে আপনি নিয়ম অনুয়ায়ী ঔষুধ সেবন করাননি,,,, এটি খাওয়ার নিয়ম হলো সেক্স করার পর ৭২ ঘন্টার মধ্যে খেতে হবে, অরক্ষিত সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে ১ম ডোজ এবং ১ম ডোজের ১২ ঘণ্টা পর ২য় ডোজ খেতে হবে। প্রথম বড়ি খাবার ২ ঘন্টার মধ্যে যদি কারো বমি হয়ে যায় তাহলে তখনই আরেকটি বড়ি খেতে হবে এবং ২য় ডোজ খাওয়ার আগে বমি প্রতিরোধক ওষুধ খেতে হবে । এভাবে ৩ টি ঔষধ খেলে ঝুঁকি কম থাকে,,, আবার কিছু ক্ষেত্রে অন্যান্য ঔষুধ সেবন করলে ঐ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনার হয়তো কোথায় ভুল হচ্ছে । হয় তো আপনি প্রেগন্যান্সির সঠিক রেজাল্ট পান নি।তবে যদি আপনি সহবাসের সঠিক সময়ে উক্ত পিল সেবন করান তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না।

তবে যেহেতু উক্ত পিল সেবন করেছে সে ক্ষেত্রে প্রেগন্যান্সির লক্ষনের মতই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রভাব ফেলতে পারে । যেমন  

  • মাথা ব্যথা,মাথা ঘোড়া।
  • তলপেটে ব্যথা
  • বমি ভাব,বা প্রচুর বমি হওয়া।
  • শরীর দুর্বল হওয়া। লেলিয়ে পড়া
  • মাসিক অনিয়ম ভাবে হওয়া বা ফোটায় ফোটায় মাসিকের রক্তপাত হওয়া
  • খাবারে অরুচি
উক্ত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রভাব ফেলতে পারে । তবে উক্ত   পিল সেবনে পরবর্তীতে মাসিকের সময় ২/১ সপ্তাহ  পরিবর্তন হয়।তাই অপেক্ষা করুন। আর প্রেগন্যান্সির সঠিক রেজাল্ট পেতে হলে মাসিক না হলে বা মাসিক বন্ধ থাকলে   মাসিক বন্ধের ৩ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করবেন। তাহলে সঠিক রেজাল্ট পাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ