Jamiar

Call

আপনার মাসিক হয়েছে ৩ তারিখে আর যদি  মাসিকের পর থেকেই সহবাস করেন প্রটেকশন ছাড়াই এতে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে । তবে ২৫ বা ২৬ তারিখে প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাবেন না তাই  প্রেগন্যান্সি   নিশ্চিত হতে পরের মাসের অর্থাৎ জুন মাসের ৩ তারিখের মাসিক যদি বন্ধ থাকে তাহলে মাসিক বন্ধের ৩ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করবেন। আর যদি জুন মাসে মাসিক হয় তাহলে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।  যেহেতু আপনারা বাচ্চা নিতে চান তাহলে আপনার যদি মাসিক ২৯/৩০ দিন পর পর নিয়মিত হয় তাহলে মাসিকের ৯ম দিন থেকে ২০ তম দিন পর্যন্ত সহবাস করবেন এবং যোনির গভিরে বীর্যপাত করতে বলবেন। অর্থাৎ আপনার মাসিক শেষ হওয়ার পর থেকে সপ্তাহে ৪/৫ দিন সহবাস করতে পারেন। এবং আপনার স্বামীকে যোনির গভিরে বীর্যপাত করতে বলবেন। আর আপনার স্বামীকে স্বাস্থ্যকর খাবার পুষ্টিকর খাবার খেতে বলবেন,নিয়মিত ভাবে মধু দিয়ে রসুনের ২ কোয়া খাবে, নিয়মিত ভাবে রাতে  দুধ খাবে  ,কলা,সিদ্ধডিম,  খাবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ