Call

আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন উক্ত সমস্যায় আমিও ভুগেছি, আসলে যখন মানুষ এর হজমে ত্রুটি দেখা দেয় তখন এমনটি হয়,আপনার খাবার টিকমত হজম হচ্ছে না,ফলে আপনার গ্যাস বেড়ে যাচ্ছে এবং পেট ফুলে যাচ্ছে,এমতাবস্থায় আপনি পানি খান বাড়িয়ে,আর কখনো খাবারে অনিয়ম করবেন না,সকালের খাবার সকালের মধ্যে, দুপুরেরটা দুপুরের মধ্যে, এইভাবে সময় মত খাবার গ্রহন করুন,আর গেস্ট্রিক এর ওষুধ সেবন করে দেখুন,আর অভিজ্ঞ ডা: এর সাথে পরামর্শ করে ওষুধ সেবন করুন,সমস্যা জটিল কিছু নয়,ভাল হয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

পেটের মধ্যে অ্যাসিটিডি বৃদ্ধি পাওয়ার জন্য এরকম হয়। তাই এর জন্য আপনি অ্যান্টাসিড ট্যাবলেট খেতে পারেন। এটা পেটের মধ্যে অ্যাসিটিডি পরিমাণ কমিয়ে দেয় । ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনার সমস্যা টি বদহজম বা হজমশক্তি কমে   যাওয়ার ফলে এমন   হচ্ছে এতে করে গ্যাস্ট্রিক  আলসার,  নিয়মিত পায়খানা    না হওয়া। আপনি তেলে ভাজাপোড়া খাবার খাওয়া পরিত্যাগ করুন, বাশি/নষ্ট  খাবার খাবেন না,  বাজারের হোস্টেলে এর খাবার পরিত্যাগ করুন। আপনি আপাতত

  • tab.pantonix 20mg 1+0+1 খাবার আগে ৫ দিন খাবনে।
  • Tab. Dompen 10mg ১+১+১ খাবার আগে ৫ দিন খাবেন।
এছাড়াও লেবুর সর্বত খাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ