Call

শপথের তিনটি শর্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছেঃ শপথকারী মুসলমান, বালেগ ও বিবেকসম্পন্ন হওয়া। কিন্তু আপনি ছোটবেলায় অর্থাৎ বালেগ হওয়ার আগেই বন্ধুর সাথে কোরআন মাথায় নিয়ে শপথ করে বলছিলেন মৃত্যুপর্যন্ত বন্ধুত্ব রাখবো এখন আর আগের মত বন্ধুত্ব নেই। এজন্য এখন আর করণীয় বলতে কিছু নেই। তবে একটি কথা যানা ভাল! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করল সে শির্ক করল। এ ধরনের হারাম কসম ভঙ্গ করলে কোন কাফফারা নেই। কেননা গাইরুল্লাহর নামে শপথ করা শিরক। আর তা ভঙ্গ করা তাওহীদ। এ কারণেই যে ব্যক্তি গাইরুল্লাহর নামে শপথ করে তার তওবা করা উচিৎ। জনাব! আপনি শুধু ছোটবেলায় উক্ত ভূলের জন্য তওবা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ