Call

স্বামী স্ত্রীর মাঝে যে যৌনতা করা হয়, সেটাই অন্যের সাথে করা অশালীনতা অসভ্যতা। সুতরাং আপসের সঙ্গম বৈধ হলে প্রবল উত্তেজনার পূর্বে তৃপ্তি গ্রহণ করতে ঐ শ্রেণীর কোন কথা বলা দূষণীয় নয়। তবে তা না বললে যদি চলে, তাহলে ত্যাগ করাই উত্তম। (মুহাম্মাদ স্বালেহ আল মুনাজ্জিদ) আর যে কোন স্থানে যে কোন অবস্থায় শালিনতা বজায় রাখা উচিৎ কারন অার কেউ না দেখুক বা জানুক অাল্লাহ সব জানেন এবং দেখেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

না কোন পাপ হবে না।  যদি  সে আপনার ধর্মীয়  বিধান অনুযায়ি স্ত্রী হয় তাহলে পাপ হবে না। তবে এরকম কথা না বলাই ভালো       কেনো না  স্ত্রীর মন মানুসিকতা একই রকম সব সময় নাও থাকতে পারে। ফলে অস্বস্তি বোধ করতে পারে। যখন একই সময়ে একই কার্যকলাপ এ ফ্রি থাকেন তাহলে সেক্সুয়াল বিষয়ে    কথা বলতে পারেন সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যার সাথে সরাসরি সহবাস করাই বৈধ সেখানে আলাপ করলে তেমন গুনাহ হওয়ার কথা না। তবে, আমি নিশ্চিত ইসলাম অশ্লীল কথাবার্তার ক্ষেত্রে নিরুৎসাহিত করে সেটা যার সাথেই হোক না কেন... .....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ