মানে অযুর যে ফরজ গোলো আছে সেগোলো যদি উল্টাপাল্টা হয়ে যায় যেমন কনুই দোয়ার আগে মাথাহ যদি ভুলবসত মাসাহ করি এবং পরে কনুই দৌত করি তাহলে অযু হবে কি??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যা, হবে। কেননা, হানাফি মাজহাব মতে, অযুতে তারতীব বা ধারাবাহিকতা রক্ষা করা ফরয বা ওয়াজিব নয়। সুতরাং আপনার অযু হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন- হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ... –সূরা মায়েদা, ৬

সুতরাং উজুর ফরয চারটি।

১. সমস্ত মুখমন্ডল ধৌত করা।

২. উভয় হাতের কুনইসহ ধৌত করা।

৪. মাথা মাসাহ করা।

৫. উভয় পা গোড়ালিসহ ধৌত করা।

আতএব, এই বিষয়গুলো পাওয়া গেলেই উজু হয়েছে বলে ধরা হবে। চাই তা ধারাবাহিক হোক বা অধারাবাহিক হোক।

-বাদায়েউস সানায়ে’ ১/৬, আল-ইখতিয়ার লি তা’লীলির মুখতার ১/১, আল-ইনায়া ১/১২

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ