Call

কোন মহিলা সহবাসের পরে তাদের যোনিতে জ্বালা-পোড়া অনুভব করে থাকেন। তার কারণ কি ? মেডিকেল পর্যবেক্ষণে প্রায় বিরল কিছু ক্ষেত্রে দেখা গেছে যে, পুরুষের বীর্যে যে প্রোটিন বিদ্যমান থাকে তা অনেক মহিলাদের কাছে এ্যালার্জিক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে যা “সিমেন এ্যালার্জি” নামে পরিচিত। সিমেন এ্যালার্জির সাথে আবার পুরুষ বান্ধত্বের কোন প্রকার সম্পর্ক নেই। সিমেন এ্যালার্জির যে যে লক্ষন প্রকাশ পেতে পারে :– নারী যোনীর আশে-পাশের চামড়া লালচে হয়ে যাওয়া, মিলন পরবর্তী বীর্যস্থলনে নারী তার যোনীতে জ্বালা-পোড়ার অনুভুতি পাওয়া চামড়ার যে অংশে বীর্য পড়ে তা ফুলে যাওয়া (সাধারনত যোনীর বাহিরের অঞ্চল) আপনার বেশি সমস্যা হলে একজন গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পরামর্শ : পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দুজনেই। পুষ্টিকর খাবার খেতে হবে। বিশ্রামে থাকতে হবে। কিছুদিন সহবাস বন্ধ রাখতে হবে টোটালি। কনডম ব্যবহার করতে হবে ( যদি সহবাস বন্ধ না রাখা যায়) । প্রচুর পানি খেতে হবে। [সংরক্ষিত]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ