অনেক মুভির সাথে  bluray  ১০৮০' ৭২০ এই সব লেখা থাকে এর মানে কি।
Share with your friends

আপনি সম্ভবত সিডিতে মুভি দেখার সময় এটি লেখা দেখেছেন। এর মানে মুভিটির রেজুলেশন ১২৮০x৭২০

Talk Doctor Online in Bissoy App

DVD Blu-Ray হচ্ছে রিলিজের নাম। ডিভিড রিলিজে ডিভিডি ডিস্কে, ব্লু রে রিলিজে ব্লু রে ডিস্কে। সাধারণত প্রোডাকশন হাউজই এটা রিলিজ করে সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে, যখন সিনেমা হলগুলিতে তাদের সিনেমা পুরনো হয়ে যায় এবং সেখান থেকে আর ইনকাম হয়না।

অন্যদিকে 720p,1080p, 2160p হচ্ছে রেজুলেশন, সোজা ভাষায় ভিডিওর দৈর্ঘ্য এবং প্রস্থ।

অর্থাৎ, 720p এবং 1080p দিয়ে কোন ফাইলের কোয়ালিটি বোঝায় না, ফ্রেম সাইজ বোঝায়। ব্যপারটা আরেকটু ব্যাখ্যা করা যাক।

720p অর্থ 1280x720, অর্থাৎ দৈর্ঘ্যে ১২৮০ পিক্সেল, প্রস্থে ৭২০ পিক্সেল। সূত্র

Talk Doctor Online in Bissoy App