শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হাশরের ময়দানে প্রতিটি বান্দাকে এই পাঁচটি প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বান্দার পদদ্বয় 'কিয়ামত দিবসে' এতটুকুও সরবে না, তাকে এ কয়টি বিষয় সম্পর্কে যে পর্যন্ত জিজ্ঞাসাবাদ না করা হবে। (১) কিভাবে তার জীবনকালকে অতিবাহিত করেছে। (২) তার অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমল করেছে। (৩) কোথা হতে তার ধন-সম্পদ উপার্জন করেছে। (৪) কোন কোন খাতে ব্যয় করেছে এবং (৫) কি কি কাজে তার শরীর বিনাশ করেছে। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ২৪১৭ হাদিসের মানঃ সহিহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ