বেহেশত এবং দোজখ এগুলোর কি বিশ্বাসযোগ্য কোন প্রমাণ আছে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঈমানের প্রধান শর্ত হচ্ছে - আল্লাহ তা'য়ালার সমস্ত কথা রাসূলুল্লাহ (সঃ)-এর মাধ্যমে বান্দার কাছে যেটা পৌঁছল, এটাকে মানা এবং বিশ্বাস করা। এই জানা এবং মানা শুধুমাত্র সূলুল্লাহ (সঃ)-এর মাধ্যমে হতে হবে। অন্য কোন মাধ্যমে হতে পারবে না। এককথায়, ত্বাগুতকে বর্জন করাই ঈমানের প্রথম শর্ত।  আপনি বলেছেন, "বেহেশত এবং দোজখ এগুলোর কি বিশ্বাসযোগ্য কোন প্রমাণ আছে?"  উত্তরঃ হ্যাঁ, অবশ্যই আছে। কেননা, আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, অর্থঃ নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন (এর বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত।..." (সুরা তওবাহ, আয়াত নং ১১১) আল্লাহ তা'য়ালা অন্য জায়গায় বলেছেন - "আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর কতইনা নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল!" (সুরা মুলক, আয়াত নং ৬)। উক্ত আয়াতদ্বয়ের ভিত্তিতে বলা যায়, জান্নাত ও জাহান্নাম অবশ্যই বিদ্যমান রয়েছে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ