প্রথমে আসি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে আপনার কি কি শর্ত পূরণ করতে হবে........



১. গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে আপনার চ্যানেলে 240000 মিনিট অর্থাৎ 4 হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং 1 হাজার সাবস্ক্রাইবার লাগবে এক বছরের মধ্যে (যেদিন আবেদন করবেন সেইদিন থেকে আগের এক বছর অর্থাৎ 365 দিন)।


২. আপনার চ্যানেলে কোন প্রকার কপিরাইট ভিডিও রাখা যাবে না এবং চ্যানেলে কোন প্রকার কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না আর ভিডিও গুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে।


৩. আপনার চ্যানেলের ভিডিও গুলো যদি আপনার নিজস্ব না হয়। তবুও কিন্তু আপনি এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এডসেন্স এপ্রুভ হবে না এমনকি আপনার চ্যানেল টি সাসপেন্ড করে দিতে পারে।


৪. আপনি যদি উপরোক্ত সবকিছু মেনে চলেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট aprove হওয়ার সম্ভাবনা বেশি তারপরও যদি না হয় সেটা একান্ত ইউটিউবে ব্যাপার। সে ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন।


আপনি কিভাবে কাজ করা হয় এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, আমি ঠিক বুঝতে পারিনি তাই এটার উত্তর দিতে পারলাম না।


আপনি 2 টি উপায়ে এডসেন্স থেকে পেমেন্ট নিতে পারেন, একটি হচ্ছে চেকের মাধ্যমে আরেকটি হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো আপনার যেটা সুবিধা হয়, আপনি সেটাই মাধ্যমে আপনার এডসেন্স এর টাকা গুলো নিতে পারবেন।



আশা করি বুঝতে পেরেছেন

Talk Doctor Online in Bissoy App
Imranmir

Call

#১ প্রথমে আপনি জানতে চেয়েছেন গুগল অ্যাডসেন্স পাওয়ার শর্ত কি?


আপনি এটা বলেন যে, আপনি ব্লগার সাইট না ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স পেতে চান।


ব্লগসাইট ও ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স পাওয়ার জন্য আলাদা আলাদা শর্ত রয়েছে। 


ব্লগসাইটে অ্যাডসেন্স পাওয়ার কিছু শর্ত রয়েছে যেমন,


১# আপনার ব্লগের কন্টেন্ট ইউনিক হতে হবে।  সব পোস্ট নিজে লিখবেন, কোন কপি পেস্ট করবেন। 

২# কপিরাইট মুক্ত ইমেজ ব্যবহার করবেন। গুগল থেকে ইমেজ নিয়ে সরাসরি ব্লগে দিবেন না। 

ফ্রী স্টোক ইমেজ ডাউনলোড করার জন্য কয়েকটি সেরা ওয়েবসাইট

    

৩# ব্লগে ৪ টি পেইজ,  about us,contact us, privacy, disclaimer, তৈরি করে হেডার অথবা ফুটারের এমন যায়গায় রাখবেন যাতে ভিজিটরদের চোখে খুব সহজে পরে।

৪# ব্লগে অবৈধ কোন কিছু নিয়ে পোস্ট করবেন না।

৫# আপনার ব্লগ সাইট গুগল ওয়েবমাস্টারে সাবমিট করুন। 

৬# যে ইমেইল অথবা জিমেইল দিয়ে আবেদন করবেন তাতে অবশ্যই বয়স ১৮ লাগবে।

  

আরো জানতে পারেন, যেভাবে ব্লগ সাইটে গুগল অ্যাডসেন্স পাবেন।     


#২ যদি আপনি ব্লগে অথবা আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স পেয়ে যান তাহলে গুগল আপনার চ্যানেল অথবা ব্লগে অ্যাড দেখাবে।  আপনি প্রতি ১০০০ ভিউতে ১ ডলার পাবেন। এছাড়াও অ্যাড এর উপর ক্লিক হলেও টাকা পাবেন। 


#৩ আপনি অ্যাডসেন্স এর টাকা ব্যাংক একাউন্টে আনতে পারবেন। ১০০ ডলার হলেই পেমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন।     

Talk Doctor Online in Bissoy App