শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ত্বকে যদি এলারজি না থাকে তবে সাবার লাগাতে পারেন। তবে সাধারন গোসলের সাবারন না লাগানই ভাল। গোসলে আমারা যে সাবান ব্যাবহার করি তাতে সামান্য  ক্ষার থাকে যা মুখের  ত্বক খশখশে ভাব সৃষ্টিতে দায়ী। যদি ত্বকে নিয়মিত সাবান ইউজ করতে চান তবে ডাভ সাবান ইউজ করতে পারেন। এ সাবানে ক্ষারের মাত্রা খুবই কম। তাই ত্বকের ক্ষতির কোন আসঙ্খা নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ