Waruf

Call

ফ্রিতে ভাল কোন সাইট পাবেন না। ক্লাউড সার্ভিস কিনে আপনি এই কাজ খুব ভাল ভাবে করতে পারেন। এখানে ফটোশপ পুরা ভার্সন যুক্ত সাইট দেয়া হল ক্লিক করুন  । এখানে আরেকটি  ক্লিক করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোনো স্পেসিফিক ওয়েবসাইট এ আপনার স্কিল না থাকলে এমনিতেই ফ্রিল্যান্সিং করা টেকনিক্যালি অসম্ভব আমার মতে। ফেসবুক বা অন্যকোন সোসিয়াল মাধ্যম থেকে কাজ পাওয়া আলাদা ব্যাপার। আর আপনার ফটোশপ সফটওয়ার না থাকলে কাজ করবেন কি দিয়ে? সব অনলাইন এডিটিং সাইট গুলাই বলতে গেলে ফালতু। হ্যা, সবচেয়ে জনপ্রিয় ফটোশপ adobe অনেক ব্যয়বহুল! (যদিও এখন ক্র্যাক ভার্সন পাওয়া যায়) তবে ফ্রী ফটোশপ ও আছে! [Krita] ফ্রী বলেই ভাববেন না যে এটা ভালো না, বরং তুলনামূলক বেশি সুবিধাই এতে পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ