Call

সত্যি বলতে কি Photoshop এর চাইতে ভাল সফটওয়্যার আর আছে কিনা সেটা নিয়ে নানা রকম মত আছে। আমি সেই তর্কে যেতে চাই না।  আমার যেটা মত সেটা হল সাধারণ ব্যবহারকারী আর পেশাদার উভয়ের জন্যই Photoshop হচ্ছে ছবি editing করার জন্যে একটা নির্ভরযোগ্য সফটওয়্যার। আর বহুল প্রচলিত বলে আপনি এর টিউটোরিয়াল ও পাবেন খুব সহজেই।  আর যদি version এর কথায় আসি তাহলে Photoshop CS5, CS6 এগুলো অনেক পরিপূর্ণ। নতুন নতুন ফিচারে ভরপুর। যা আপনার কাজকে অনেক সহজ করে দেয়। আর নানা রকম plug ins তো আছেই বাড়তি সুবিধার জন্য।  আর Photoshop CC আরও ভাল। আমি অবশ্য শুধু Trial Version টি চালিয়েছি। কিন্ত আমার মনে হচ্ছে এটাই best. তবে CS6 ও চমৎকার।  আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

আপনি ফটোশপ সিএস ৬ ব্যবহার করেন।এটাই ভাল।আর যদি বলেন ফটোশপ এর চেয়ে ভাল ফটো এডিটিং সফটওয়্যার তাহলে বলব ফটোশপ ই ভাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ