ইসলামে বেগানা রমনীদের দিকে তাকানো বা তাদের হাত ধরে রাখা নিষেদ।কিন্তু তারা যদি ধরে রাখে তাহলে আমার করণীয় কি হবে??
শেয়ার করুন বন্ধুর সাথে

তখন আপনি যত দ্রুত সম্ভব তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিবেন৷ অতঃপর আল্লাহর নিকট আশ্রয় চাইবেন৷ ঠিক যেভাবে হযরত ইউসুফ আ. জুলেখার ব্যাপারে আল্লাহর নিকট আশ্রয় চেয়েছিলেন এবং চেষ্টাও করেছিলেন৷ আশা করি বুঝতে পেরেছেন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হাত ছুটায় নিবেন। আর এটাই হবে আপনার কর্তব্য। নিজের হাদিস টি লক্ষ্য করুন। " হাশরের ময়দানে সাত শ্রেণির লোক আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবেন। তার মধ্যে একটি হলো। "এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও অভিজাত নারী আহ্বান করে তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি।" বুখারী ১৪২৩, মুসলিম ১০৩১, মিশতাক ৭০১।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : إِنَّ اللهَ كَتَبَ عَلَى ابْنِ اۤدَمَ حَظَّهٗ مِنْ الزِّنَا أَدْرَكَ ذلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذلِكَ وَيُكَذِّبُهٗ. مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِيْ رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ : كُتِبَ عَلَى ابْنِ اۤدَمَ نَصِيْبُهٗ مِنَ الزِّنَا مُدْرِكٌ ذلِكَ لَا مَحَالَةَ الْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالْأُذُنَانِ زِنَاهُمَا الْاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوى وَيَتَمَنّى وَيُصَدِّقُ ذلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهٗ আবূ হুরায়রাহ্ (রাঃ) তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: মহান আল্লাহ তা'আলা আদাম সন্তানের জন্য তার ব্যভিচারের অংশ লিখে রেখেছেন, সে তা নিশ্চয়ই করবে। চোখের ব্যভিচার হল দেখা, জিহবার ব্যভিচার কথা বলা (যৌন উদ্দীপ্ত কথা বলা)। আর মন চায় ও আকাঙ্ক্ষা করে এবং গুপ্তাঙ্গ তাকে সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে। [১] কিন্তু সহীহ মুসলিমের অপর এক বর্ণনায় আছে, আদাম সস্তানের জন্য তাকদীরে যিনার অংশ যতটুকু নির্ধারণ করা হয়েছে, সে ততটুকু অবশ্যই পাবে। দুই চোখের যিনা তাকানো, কানের যিনা যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের যিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের যিনা (বেগানা নারীকে) স্পর্শ করা আর পায়ের যিনা ব্যভিচারের উদ্দেশে অগ্রসর হওয়া এবং মনের যিনা হল চাওয়া ও প্রত্যাশা করা। আর গুপ্তাঙ্গ তা সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে। →রিয়াদুস সলেহিন, হাদিস নং ৮৬ হাদিসের মান: সহিহ হাদিস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি তৎক্ষণাত তার থেকে হাত ছাড়িয়ে নিবেন। কারণ হাদীসে এসেছে- স্রষ্টার অবধ্যথায় সৃষ্টির আনুগত্য বৈধ নয়।- মুসনাদে আহমাদ: হা. ১০৯৯ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেগানা রমনী যদি হঠাৎ হাত ধরেই ফেলে তাহলে প্রথমেই দৃষ্টিকে সংযত রাখতে হবে। অবশ্য সকলের উচিৎ, বেগানা নারীর স্পর্শ থেকে দূরে থাকতে চেষ্টা করা। (ফাতাওয়া ইবনে উষাইমীন ২/৬৩১) কেননা, বেগানা মহিলার প্রতি তাকিয়ে দেখতে নিষেধ করা হয়েছে, মহান আল্লাহ বলেছেন, বিশ্বাসীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে, এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত। (নূরঃ ৩০) বলা হয়েছে যে, মহিলা 'স্পর্শ করা' হালাল নয়, তাকে স্পর্শ করার চেয়ে তোমাদের কারো মাথায় লোহার ছুঁচ গেঁথে যাওয়া অনেক ভালো। (ত্বাবারানী, সহীহুল জামে ৫০৪৫)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ