শেয়ার করুন বন্ধুর সাথে
Call

۞ রিবা আরবী শব্দ বাংলায় হলো সুদ। আভিধানিক অর্থ হলো বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি ইত্যাদি। ۞ অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থই সুদ। ۞ সুদের কারবারে মূলধন ক্ষতির ঝুকি থাকেনা। ۞ ইসলামে সুদ চরমভাবে নিষিদ্ধ যা হারাম। ۞ মুনাফা শব্দের অর্থ লাভ। অর্থাৎ যে টাকায় পণ্যটা কিনেছি, তার চেয়ে বেশি দামে বিক্রি করছি। এটা হচ্ছে মুনাফা। ۞ আর মুনাফা হচ্ছে লাভ লোকসানের ভিত্তিতে ব্যাবসায়িক উপার্জন। ۞ মুনাফার উৎস সৃষ্টি হয় ব্যবসায়ে সরাসরি মূলধন বিনিয়োগের মাধ্যমে। ۞ মুনাফার কারবারে মূলধন ক্ষতির ঝুকি থাকে। ۞ মুনাফা ইসলামে অনুমোদিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ