শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

এটি ডিজাইনার যখন ডিজাইন করেছিলেন তখন এর কোন গোপন অর্থ ছিলনা। চারপাশ সমান থাকলে তা একটি চেরি ফলের মত খুবিই সাধারন লাগত তাই ডিজাইনার একটু আকুর্ষনীয় ও কেন প্রশ্নের অবতারনা করতে এমন ডিজাইন করেছিলেন।  কিন্তু স্টিভস জবস পরে এটি পছন্ড করে নিজে একটি ব্যাখ্যা দিয়া গ্রহন করেন এবং লোগোটি চালু করেন, এই কাটা অংশকে জবস একটি কামড়(কামড়ে খাওয়া) হিসাবে দেখেন। তিনি বলতে চান। পুর্ন আপেলটি বহু উন্নত আদর্শ প্রযুক্তি কিন্তু সকল প্রযুক্তির স্বাদ সবাই পাইনা। আপেল থেকে এক কামড় নেয়া কে আপেলের একটু স্বাদ নেয়ার মত করে প্রযুক্তির তুলনা করেছেন যে, বিশ্বের উন্নত প্রযুক্তি গুলোর মধ্য থেকে আপনি কিছুটা নিয়া তার ব্যবহার তথা স্বাদ গ্রহন করছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ