আমার জানা মতে এটা শুধুমাত্র একটা গুজব।কিছু কিছু যায়গায় শোনা গিয়েছে কাটা মাথাসহ ১জনকে নাকি ধরা হয়েছে! কিন্তু এর কোন প্রমাণ কেউ দিতে পারে নি।তবে একটা কথা আছে, যা রটে তার কিছু তো বাটে! কিন্তু যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো,, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে আতংক সৃষ্টির জন্যই এই গুজবটা ছড়ানো হয়েছে।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মানুষের কাটা মাথা কখনোই কোন ব্রিজে প্রয়োজন হয়নি বা হবেও না এটি শুধুই মাত্র একটি গুজব । আজ এই বিজ্ঞানের যুগে, তথ্যপ্রযুক্তি যুগে মানুষ যে এতবড় একটি গুজব কে বিশ্বাস করল সেটাই আশ্চর্যকর । ছেলেধরা আগেও ছিল এখনোও আছে এর মানে এই নয় যে এগুলো পদ্মাসেতুর জন্য।  তাছাড়া বড় কোন কাজে ছাগল বা কোন প্রানী বলি দেওয়া বিভিন্ন ধর্মে বা সমাজে প্রচলিত আছে বা থাকতেই পারে কিন্তু সেটা একবার । তবে গতকাল যুবকের ব্যাগ থেকে কাটামাথা পাওয়ার  যে ঘটনাটি ঘটেছে তার কারন জানার জন্য পুলিশ বিষয়টি তদন্ত করছে । পদ্মাসেতুর জন্য  কাটামাথার বিষয়টি যে গুজব তার কিছু যৌক্তিক আলোচনা করছি। ১ মাথা বা রক্ত কখনওই কন্সট্রাকশনের কাজে আসেনা । ২ যদি কোন দানব মাথা চেয়ে থাকে তবে সেই দানব কার সাথে যোগাযোগ করেছে বা কিভাবে করেছে?। ৩ দানব দ্বারা জিন উদ্দেশ্য নেওয়া যায় কিন্তু এখানে দানব বলতে সাগরে বা নদীতে অদ্ভুত কোন প্রানীকে বুঝানো হয়েছে যা পুরাই মিথ্যা। এযুগে সাগরে বা নদীতে কি আছে তা মানুষের জানা। এভাবে আরো অনেক যুক্তি দেওয়া সম্ভব। তবে সবসময়ই সতর্ক থাকতে হবে যেহেতু আমাদের সমাজে ছেলেধরারা অহরহই ঘুরে বেড়াচ্ছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এসব ভুয়া বলে মনে হয়। ব্রীজ বানাতে লাগে ইট, বালি, সিমেন্ট ও রড। মানুষের মাথা দিয়ে ব্রীজ বানানো যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ