তাৎপর্য হলো : এম, এন, রায় বুঝাতে চেয়েছেন- পৃথিবীর সকল ধর্মপ্রচারকেরা আত্মপ্রতিষ্ঠার জন্যে কোনো অতিঅদ্ভুত কাণ্ড বা অলৌকিক ঘটনার সাহায্য নেন,-এক্ষেত্রে মুহাম্মাদ সাল্লাল্রাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মপ্রচারকদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ জগতে যত অলৌকিক কাণ্ড ঘটেছে, ইসলামের প্রসার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ তৎকালীন অসভ্য আরব সমাজের লোকেরা নবী সাল্লাল্রাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরশে আসায় যে আদর্শ ও চরিত্রের অধীকারী হয়ে ছিলেন। তারা তা নবী সাল্লাল্রাহু আলাইহি ওয়াসাল্লাম- এর ইন্তেকালের পরও ধরে রাখতে সক্ষম হওয়া এবং তা প্রচার প্রসারে নিজেদেরকে আত্মনিয়োগ করাই প্রমাণ করে। নবী সাল্লাল্রাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিকতা তার ইন্তেকালের পরও অব্যাহত আছে। যা অন্য নবীগণের বেলায় লক্ষ করা যায় নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ