জীবন বীমা হল টাকা জমানোর একটা পদ্ধতি। আপনি কোনো একটা ইন্সুরেন্স কম্পানিতে বীমা করার পর নিয়মিত কিস্তি প্রদান করতে হবে। কিস্তি মাসিক, বাৎসরিক বিভিন্ন ধরনের হতে পারে। নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাকে লভ্যাংশসহ সম্পুর্ন টাকা ফেরত দেওয়া হবে। বীমার সুবিধা হল যদি আপনি ১/২ টা কিস্তি দেওয়ার পর মৃত্যুবরন করেন তাহলে আপনার মনোনিত ব্যাক্তিকে সম্পুর্ন বীমা অংক ফেরত দেওয়া হবে। ধরুন আপনি প্রতি মাসে ১০০০টাকা কিস্তির ১২ বছর মেয়াদের বীমা করেছেন আপনার ১২বছরে জমা হবে ১,৪৪,০০০ টাকা। আপনি বীমা করার ৫মাস পর মারা গেলেন, আপনার মনোনিত ব্যাক্তি পুরো ১,৪৪,০০০ টাকা পেয়ে যাবে। এটা হল পরিবারের নিরাপত্তার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ