Musafir9

Call

ফোন রুট করলে সমস্যা হতে পারে, কিন্তু ফ্ল্যাশ করলে তেমন কোনো সমস্যা হয়না । বরং ফোনের কার্যক্ষমতা বেড়ে যায় যেমন, হ্যাং করেনা, খুব জলদি গরম হয়না, ইত্যাদি । ফ্ল্যাশ দুইভাবে দেয়া যায়, এক নিজে নিজে। দুই কোনো টেলিকম এর দোকানে গিয়ে। নিজে নিজে যেভাবে দেবেন তা বলছি, settings এ যাবেন, তারপর backup & reset অপশনে যাবেন। ওখানে গিয়ে reset phone এ ক্লিক করলে আপনার মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ণ বা ফিংগারপ্রিন্ট চাইবে, আপনি ইনপুট করে ok করে erase everything এ ক্লিক করবেন। এরপর কিছুক্ষন অপেক্ষা করুন মোবাইল রিস্টার্ট হবে অটোমেটিক। একসময় সব ওপেন হয়ে যাবে, তখন country , language etc. এগুলা সেট করবেন । কাজ শেষ। বিঃদ্রঃ ফ্লাশ করার আগে সিম ও মেমোরি খুলে রাখবেন। আর ফোন মেমোরিতে যদি কোন গুরুত্বপূর্ণ ফাইল থাকে তা মেমোরিতে নিয়ে আসবেন

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

এন্ড্রোয়েড ফোন ফ্লাস করার নিয়ম সাধারণত দুইট। ১/পিসির মাধ্যমে। ২/মোবাইল দিয়েই।(Huawei এর অনেকগুলো ডিভাইস মোবাইল দিয়েই ফ্লাস দেয়া যায়। আর কম্পিউটার এর ক্ষেত্রে কিছু কিছু ডিভাইস ফাস্টবুট থেকে ফার্মওয়ার ফ্লাস করতে হয় আর বেশির ভাগ ডিভাইস এপসের মাধ্যমে ফ্লাস দিতে হয়।যেমনঃ মিডিয়াটেক চিপসেট ডিভাইস এর জন্যে sp flash tools ।আবার স্যামসাং ডিভাইসের জন্যে odin এপস। 

Talk Doctor Online in Bissoy App